শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-০৭, ২:৪১ অপরাহ্ন /
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

প্রকাশিত,০৭,অক্টোবর

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিদিঃ

মোঃ সাখাওয়াত হোসেন লিটন চেয়ারম্যান ৬নং গোয়াডিহি ইউনিয়ন পরিষদ।
৬নং গোয়ালডিহি ইউনিয়ন বাসির সকল সনতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার অনুরোধ এবারে দূর্গা পূজায়,
১। রাত ১২:টার পর ডিজে কিংবা অন্রন্য গান বাজাবেন না কেবল মাত্র ভক্তি মুলক গান বাজাবেন,
২। ঘরের স্ত্রী কিংবা মেয়েকে দিয়ে আরতির নামে নাচ গান করাবেন না
৩। দুর্গা পূজায়,জুয়া মদক ও লটারির মত অবৈধ কাজ পুজা মন্ডপে স্থান দিবেন না,
৪। অতিরিক্ত লাইটিং করবেন না
৫। স্ত্রী কিংবা মেয়েকে দুরে কোথাও ঘুরতে দেবেন না
৬।সারা রাত দিন পূজা মন্ডপ পাহারা দিন,
৭।আযান ও নামাজের সময় কিংবা রাত ১২: পর মাইক ও ঢাক ঢোল বন্ধ রাখূন।

সবার প্রতি রইলো আমার এ আহবান।
মোঃ সাখাওয়াত হোসেন লিটন।
চেয়ারম্যান,৬নং গোয়ালডিহি,ইউনিয়ন পরিষদ,খানসামা,দিনাজপুর।