শত্রুতা করে পুকুরের একমনের অধিক মাছ ধংস করার অভিযোগ মাহিন্দ্র রায়(বুদু)এর বিরুদ্ধে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১১, ১১:৪৩ অপরাহ্ন /
শত্রুতা করে পুকুরের একমনের অধিক মাছ ধংস করার অভিযোগ মাহিন্দ্র রায়(বুদু)এর বিরুদ্ধে।

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

শত্রুতা করে পুকুরের একমনের অধিক মাছ ধংস করার অভিযোগ মাহিন্দ্র রায়(বুদু) এর বিরুদ্ধে।
গোয়ালডিহি ইউনিয়নের লালদীঘি বাজারের পাশে চিত্র রঞ্জন রায়ের পুকুর কন্টাকে মাছ চাষ করেন।
বাবু পরেশ চন্দ্র রায়(ছলিয়া)
পিতাঃ উপেন্দ্র নাথ রায়।
বিগত তিন বছর ধরে বাবু পরেশ চন্দ্র রায় সেখানে মাছ চাষ করে আসতেছেন পাশে মহিন্দ্র রায় বুধুর হাফ শতাংশ জমি থাকায় পুকুরের পাহাড় তুলে দিয়ে কাউকে না বলে পাটের ঝাঁক দেয় সেখানকার পানি একত্রিত থাকায় পাটের গ্যাস হয় গ্যাস হওয়ায় পুকুরের এক মনের অধিক মাছ মরে ভেসে ওঠে এ বিষয়টি বাবু পরেশ চন্দ্র রায় দুবলিয়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী রোকন শাহ কে জানালে তিনি ভেসে উঠা মাসগুলো ধরে বিক্রি করার অনুমতি দেন।
পরে বাবু পরেশ চন্দ্র রায় এলাকার কিছু লোকজন ডেকে ভেসে উঠা মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দেয়।