লেখক হাসান এর শিশু কন্যা খতিজার মৃত্যুতে গোমদণ্ডী সদর শাখার শোক ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০১, ৯:৫৮ পূর্বাহ্ন /
লেখক  হাসান এর শিশু কন্যা খতিজার  মৃত্যুতে গোমদণ্ডী সদর শাখার শোক ।

প্রকাশিত,০১, সেপ্টেম্বর,২০২৩

পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধিঃ

মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরীর (কঃ) এর বাড়ির নিবাসী ও আমাদের মুরশিদী ভাই, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ শ্যামলাহাট শাখার সহসভাপতি লেখক হাসান রেজা ভাইয়ের মেয়ে খতিজাতুল হাসান, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার মৃত্যু বরন করে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উক্ত মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আল্লাহ হাসান ভাইয়ের মেয়েকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন।

শোক প্রকাশ করে বিবৃতি দেন সৈয়দ আমিনুল হক ধর্মপুরীর ওরস শরীফ উদযাপন কমিটি, সাংবাদিক খাদেম আল সিরাজ ভাণ্ডারী সভাপতি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা বোয়ালখালী চট্টগ্রাম, শ্যামলা হট শাখা, সুফি কথা সম্পাদনা পরিষদ, হযরত শাহ সুফি মানজি শাহ্ ওরশ শরীফ পরিচালনা কমিটি, মোঃ জেবল মুল্লুক সভাপতি বাঘোয়ান শাখার, রমেশ ভান্ডার পরিচালনা কমিটি বোয়ালখালী চট্টগ্রাম।।

সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম