প্রকাশিত, ১৭ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম বেসরকারি ভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। স্থানীয়ভাবে নয়টি ভোট কেন্দ্রের ফলাফল পর্যালোচনায় তিনি এগিয়ে রয়েছেন।
এদিকে শনিবার (১৬ জানুয়ারি) কেন্দ্র থেকে আসা ফলাফল একে একে ঘোষণা করছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম।
বিজয়ী জহিরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহীন (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৬৫ ভোট এবং লাঙ্গল প্রতীকের এটিএম শহীদুল ইসলাম পেয়েছেন ১১২ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হয় ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের প্রায় সবগুলো কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে দেখা যায় ভোটারদের। প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়েও নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। প্রত্যেকটি কেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি দেখা যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয় বলে জানান সহকারী রির্টানিং কর্মকর্তা। তবে মেয়র পদের ধানের শীষের প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগে বিকাল সাড়ে ৩টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেয়া হয়েছে এমন অভিযোগ এনে বিএনপি প্রার্থী মোঃ শাহীন বিকাল সাড়ে ৩টায় লামা উপজেলা পরিষদ চত্বরের সামনের রাস্তায় দাঁড়িয়ে নির্বাচন বয়কট করে এক সংবাদ সম্মেলন করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১নং কেন্দ্রে নৌকা ৭৫২, ধানের শীষ ৮৩ ও লাঙ্গল ৭১২ভোট, ২নং কেন্দ্রে নৌকা ১১৪৭, ধানের শীষ ১১৩, লাঙ্গল ০৪ ভোট, ৩নং কেন্দ্রে নৌকা পেয়েছে ৭২৭, ধানের শীষ ১৪৭ ও লাঙ্গল প্রতিক পেয়েছে ১০ভোট। ৪নং কেন্দ্রে নৌকা ১২৮৪, ধানের শীষ ৬৬, লাঙ্গল ১৩ ভোট, ৫নং কেন্দ্রে নৌকা ১২৮৮, ধানের শীষ ৬৫ ও লাঙ্গল ১৮ভোট, ৬নং কেন্দ্রে নৌকা ৯৩৪, ধানের শীষ ১৪৮, লাঙ্গল ০২, ৭নং কেন্দ্রে নৌকা ১৪৯৫, ধানের শীষ ৭৫ ও লাঙ্গল ১২ ভোট, ৮নং কেন্দ্রে নৌকা ৮০৮, ধানের শীষ ২৩১ ও লাঙ্গল ১২ ভোট, ৯নং কেন্দ্রে নৌকা ৯৭০, ধানের শীষ ১৩৪, লাঙ্গল ১৭ভোট।
আপনার মতামত লিখুন :