প্রকাশিত,১৩,ডিসেম্বর,২০২৩
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুচ্ছফা সরকারের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় শান্তির হাটে একটি হল রুমে পটিয়া উপজেলা জাপার সভাপতি ফরিদ আহমদ চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক এম এ হান্নান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা জাপার সদস্য সচিব আব্দুস সাত্তার রনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ন আহবায়ক আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী, পটিয়া উপজেলা জাপার সহ-সভাপতি কাজী খোরশেদ,মোহাম্মদ হোসাইন, মোঃ মাহবুবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক দুলা মিয়া চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতি যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না, মোহাম্মদ জালাল, মোহাম্মদ হোসেন, ফরিদ উদ্দীন সরকার, মোহাম্মদ কালু, যুব নেতা এম ইরফান হোসেন প্রমুখ,
এ সময় বক্তারা বলেন আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে, চট্টগ্রাম ১২ পটিয়া আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুচ্ছফা সরকারের নেতৃত্বে পটিয়া উপজেলা ১৭টি ইউনিয়নের নেতা কর্মীদের সাথে নিয়ে পটিয়া উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করব যথাযথ সময়ে নির্ধারিত স্থানে নেতা কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান, এ সময় দক্ষিণ জেলা জাপা'র সদস্য সচিব আবদুস সাত্তার রণি বলেন, জাতীয় পার্টির মার্কা লাঙ্গল মার্কা সমর্থনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে গনজোয়ার সৃষ্টি হবে, মানুষ ভোঠের অধিকার পেলে পরিবর্তন হবে তিনি আরোও বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে আগামী ৭জানুয়ারী নির্বাচনে আমাদের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আমরা ১৮ তারিখ প্রতীক বরাদ্দের পরে মাঠে নেমে পড়তে হবে আমাদের লক্ষ্য থাকতে হবে একটাই নির্বাচনের দিন আমরা বিজয় নিয়ে ঘরে ফিরে আসবো ইনশাল্লাহ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১৩/১২/২৩ ইং।