প্রকাশিত, ২২,মে,২০২৪
রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে আলমাছ স্টিল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচারের এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে। মিলাদ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শো-রুমটি উদ্বোধন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, মাওলানা জাকির হোসেন।
বুধবার (২২ মে) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম শহরের উপকণ্ঠে (উত্তর বাইপাস, নোয়াখালী রেলগেইটের পূর্ব পাশে) প্রধান অতিথি হিসেবে, ফিতা কেটে শো-রুম উদ্বোধন করেন, লাকসাম উপজেলা পরিষদের জনন্দিত সফল ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আলী আলমাছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আলহাজ আব্দুল আজিজ, মুনসুর আহমেদ মুনসি, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হক, বাবুল মিয়া, সোহরাব হোসেনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলমাছ স্টিল এন্ড স্টান্ডার্ড ফার্নিচারের প্রতিটি পণ্য গুণগত মান ঠিক রেখেই তৈরী করা হয়। কাঠের মান যাচাই-বাছাই করে সুদক্ষ কারিগর দিয়ে প্রতিটি পণ্য তৈরী করা হয়ে থাকে। মানের ক্ষেত্রে কোন ছাড় দিতে নারাজ এই ব্যবসায়ী।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘আলমাছ স্টিল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার অতিসুনামের সাথে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছে। লাকসামে আলমাছ স্টিল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার শো-রুম হওয়াতে মানুষ যাতায়াতেও অনেক সুবিধা পাবে বলে মনে করেন তারা। সবশেষে অতিথিরা আলমাছ স্টিল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচারের সাফল্য কামনা করেন।
আগত অতিথিদেরকে আলমাছ স্টিল এন্ড স্টান্ডার্ড ফার্নিচারের পক্ষ থেকে মিষ্টি মুখ ও নাস্তার ব্যবস্থা করা হয়।
আপনার মতামত লিখুন :