লাকসাম প্রেসক্লাবের ৩১ বিশিষ্ট কমিটি গঠন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-২৫, ১:৪৮ অপরাহ্ন /
লাকসাম প্রেসক্লাবের ৩১ বিশিষ্ট কমিটি গঠন।

প্রকাশিত,২৫,অক্টোবর

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪ইং) লাকসামে অস্থায়ী কার্যালয়তে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সকল সাংবাদিক সদস্যদের মৌখিক ভোটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় কণ্ঠভোটে দৈনিক ভোরের আকাশ পত্রিকার লাকসাম প্রতিনিধি মশিউর রহমান সেলিমকে সভাপতি, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম এ মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে উক্ত, সাধারন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, লাকসামে সংবাদ কর্মীদের একটাই সংগঠন থাকবে। ‘লাকসাম প্রেসক্লাব’ সাংবাদিকদের কথা বলবে, সাংবাদিকদের স্বার্থে কথা বলবে। সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকরা সবসময় তৎপর থাকবেন। সাংবাদিকতা পেশায় অপশক্তির হস্তক্ষেপ রুখতে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ একযোগে কাজ করবেন।
লাকসাম উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সকলের মিলিত প্রয়াসে লাকসাম থেকে অপতথ্য প্রচার রোধ করবে,ইনশাআল্লাহ।