লাকসাম গোবিন্দপুর ইউপির অসহায় শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-১৯, ১১:৫৯ অপরাহ্ন /
লাকসাম গোবিন্দপুর ইউপির অসহায় শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ।

প্রকাশিত,১৯,জানুয়ারি

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম গোবিন্দপুর ইউপির অসহায় শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ করেন, সাবেক সংসদ সদস্য আঃ কর্ণেল আনোয়ারুল আজিমের নির্দেশে প্রবাসী বিএনপি নেতা খোকন মিয়ার অর্থায়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী আব্দুল গফুরের সভাপতিত্বে, যুবদল নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায়
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ (১৯ জানুয়ারী) ২০২৫ইং রবিবার বিকেলে গাজীরপাড় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত বিতরণ করেন।
এ সময় এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম বাচ্চু, লাকসাম পৌর বিএনপির সাবেক সহ- সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মনির আহমেদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সওকত হোসেন সেলিম,
উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারেক, গোবিন্দপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সমন্বয়ক এমরান হোসেন মিলন, ইউনিয়ন
গোবিন্দপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আউয়াল।
বিএনপির প্রভাবশালী নেতা জসিম উদ্দিন জানান, কর্ণেল আজিমের নির্দেশে বিভিন্ন এলাকায় বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় আজ গোবিন্দপুরের ৯ টি ওয়ার্ডে অসহায় শীতার্ত মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।