প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২৩
রবিউল হোসাইন সবুজ, লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি:
১২ ই- রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে ২৮ সেপ্টেম্বর -২০২৩ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার উদ্যোগে বিশাল জশনে জুলুছ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মীর মোঃ আবু বাকারের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ মিছিলটি শহরের উত্তর পশ্চিম গাঁও ( পেয়ারাপুর) পৌর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ মাঠ থেকে সুন্নী জনতা কালমা খুুচিত রং -বেরং এর বিভিন্ন পেস্টুন, প্লেকার্ড ব্যনার হাতে নিয়ে জশনে জুলুছ মিছিল শরিক হোন।
জশনে জুলুছ মিছিলে পীর মাশায়েক ও ওলামা-কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন – পীরে কামেল কান্দিরপাড় বাগিচাপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরী, বারাকাতবাগ দরবার শরীফের পীর মাওলানা আবদুল করিম, তিলিপ দরবার শরীফের পীর মাওলানা নিজাম উদ্দিন আজাদী, কাটালিয়া আলতাফিয়া দরবার শরিফের পীর মুফতি মাওলানা জাকির হোসেন, মোহনপুর দরবার শরীফের পীর মাওলানা হাবিবুর রহমান, কান্দিরপাড় বাগিছাপুর গফুরিয়া দরবার শরীফের পীর মাওলানা কুতুবউদ্দিন মুরছালিন, ইসলামিক আলোচক অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাষ্টার মাহবুবুর রহমান, অধ্যাপক মাওলানা আবদুল হাকিম, হাফেজ আবুল কাশেম ভূইয়া, হাফেজ আবু তাহের, সাইফুল ইসলাম ভূইয়া, ব্যবসায়ী আলহাজ্ব আবদুল ওয়াদুদ, মাওলানা মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মোঃ আলাউদ্দিন মোঃ মহিউদ্দিন, আবুল কাশেম আবেদী, মোঃ মারুফ হোসেন মিলন, খায়রুল আলম শিপনসহ বিভিন্ন দরবার শরীফের পীর ও ভক্তবৃন্দ প্রমুখ।
জশনে জুলুছ মিছিলটি লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী ( রহঃ) দরগাহ মাজার কমপ্লেক্সে জিয়ারত ও দোয়া মিলাদ মুনাজাত মধ্য দিয়ে শেষ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ দীবার শরীফের হযরত মাওলানা সৈয়দ মোঃ আলমগীর শাহ মুজাদ্দেদী।
আপনার মতামত লিখুন :