প্রকাশিত,০১,অক্টোবর
রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধি:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে এবং বিএনপির প্রয়াত নেতা এসএম তাজুল ইসলাম খোকনের মাগফেরাত কামনায় গণ-মোনাজাত ও গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) বাদ আছর লাকসাম দৌলতগঞ্জ রেলস্টেশন মসজিদ মাঠ প্রাঙ্গণে গণ জমায়েত ও গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি ও যুবদল নেতা শাকিল।
এসময় একাধিক মিথ্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা রকি হাইকোর্ট থেকে জামিন নিয়ে লাকসাম আসায় ছাত্র-জনতা ও বিএনপির অঙ্গসংগঠন তাকে গণসংবর্ধনা দেয়।
উপস্থিতি ছিলেন, এড. সৈকত,সাংবাদিক রবিউল হোসাইন সবুজ, সুমন,আসাদ,নজরুল,টিপু, মানিক,ফারুক হোসেনসহ লাকসাম মনোহরগঞ্জের যুবদল, ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল নেতা রকি বলেন, আমারা কোন ভাইয়ের গ্রুপিং দেখতে চাইনা। আমরা চাই সব ভাই মিলেমিশে লাকসাম মনোহরগঞ্জের বিএনপিকে শক্তিশালী রুপে। আমি নেতা হতে আসিনি, আমি এসেছি সবাইকে এক কাতারে দেখতে।