প্রকাশিত,০৩, আগস্ট,২০২৩
ডেস্ক নিউজঃ
কুমিল্লার লাকসাম পোর শহরের গাজীমুড়া গ্রামের সাংবাদিক বাড়িতে এক ভয়াবহ চুরি ও লুটপাট সংঘটিত হয়েছে।
তাদের বাড়িতে কেউ না থাকায় গত ২৯শে জুলাই মধ্যরাতে কে বা কাহারা সাংবাদিক মশিউর রহমানের ঘরে প্রবেশ করে নগদ টাকা এবং গয়নাঘাটি সহ ফ্রিজে রক্ষিত জিনিস এবং অন্যান্য যাবতীয় মালামাল নিয়ে যায়।পাশাপাশি তার ছোট ভাই সোহেল আরমানের ঘরে ভয়াবহ চুরি করে সংঘটিত চক্র।তার ঘর থেকে কাচের জিনিস, ইলেকট্রনিকস এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।আনুমানিক নগদ টাকা এবং গয়নাঘাটি সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।ধারণা করা হচ্ছে পরিকল্পনা করে ই এই ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চোরেরা।
উল্লেখ্য দুটি পরিবার বাড়িতে থাকেনা বিধায় চোর চক্র এই সুযোগ কাজে লাগায়।উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার তৈরী হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
আপনার মতামত লিখুন :