প্রকাশিত,০৮, অক্টোবর,২০২৩
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে শ্রী-শ্রী রাধামাধব সেবাশ্রমে নির্মল বন্দোপাধ্যায়’র তিরোধান দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরশহরের নশরতপুর শ্রী-শ্রী রাধা মাধব সেবাশ্রম মন্দিরে প্রতিষ্ঠানের পরিচালক নির্মল বন্দোপাধ্যায় তিরোধান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে হাজার-হাজার ভক্তবৃন্দ মহোৎসব অনুষ্ঠানে যোগদান করেছেন। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভাগবতীয় পাঠ ও ভক্তিমূলক গান পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম শাখার সভাপতি ডাঃ সচীন্দ্র কুমার দাস, শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম সেবায়েত সৌনব ব্যানার্জি জয়, সেবাশ্রম কমিটির সহ সভাপতি অমূল্য বনিক, হরি বনিক, সেক্রেটারি চন্দন কৃষ্ণ দাস , যুগ্ন সেক্রেটারি শিবু চক্রবর্তী, কৃষ্ণ বর্ধন, ক্যাশিয়ার বাবুল পাল প্রমুখ।
আপনার মতামত লিখুন :