প্রকাশিত,১৩,অক্টোবর
রবিউল হোসাইন সবুজ, বিশেষ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন, লাকসামের সিংহ পুরুষ, ঐতিহ্যবাহী গাজিমুড়া গ্রামের নিখোঁজ বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য- সাইফুল ইসলাম হিরু সাহেবের একমাত্র ছেলে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর মো. রাফসানুল ইসলাম।
শনিবার (১২ ই অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসামে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিম সমর্থিত বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন পূজামন্ডপে গিয়ে মন্ডপের কমিটির লোকজনের সঙ্গে দেখা করেছেন, খোঁজ-খবর নিয়েছেন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে এই শারদীয় উৎসব উদযাপিত হয়, কোথাও যাতে কোন ধরণের ব্যাঘাত না ঘটে, সেব্যাপারে দলের স্থানীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকতে বলেছেন।
বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর মো. রাফসানুল ইসলাম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের একপর্যায়ে সন্ধার দিকে লাকসাম শ্রী শ্রী জগন্নাথ বাড়ি দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, কুমিল্লা-০৯ ( লাকসাম-মনোহরগঞ্জ) এর সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার আজীম এর নির্দেশ পেয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নিজ এলাকা লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন। কোথাও কোনও ধরণের কোনও অপ্রীতিকর কিছু না ঘটে, সেজন্য স্থানীয় সকল নেতাকর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে। দেশে এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই।
আমরা সবাই বাংলাদেশী ধর্ম যার যার উৎসব সবার। স্বৈরাচারীর দোসরা পূজা মন্ডবে সনাতন ধর্মভম্বলিদের পূজা উৎসব পন্ড করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা সনাতন ধর্মের মা, বোন ও ভাইয়েরা আমরা তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে রয়েছি।
এসময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নিখোঁজ সাইফুল ইসলাম হিরু সাহেবের ছেলে রাফসান ইসলাম, হিরু সাহেবের ভাতিজা তম্ময় ইসলাম, লাকসামে নিখোঁজ আরেক বিএনপি নেতা হুমায়ুন করবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক, ছেলে শাহরিয়ার কবির রাতুল,লাকসাম নবাব ফয়জুন্নেসা জমিদারের বংশধর ফজলে রহমান আয়াজ চৌধুরী ও লাকসাম পৌর ০৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ইসমাইল কমিশনার, যুবদল নেতা মনির আহমেদ, সেচ্ছাসেবক দলের নেতা রাসেল,সাবেক ছাত্রদল নেতা জাহিদ, রাসেল, তারেক।
এ সময় বিপুল সংখ্যক বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।