প্রকাশিত,৩০,নভেম্বর
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:
“ফুলের মত ফোটবো মোরা,আলোর ন্যায় ছুটবো।
এ জ্ঞানের আলো সাথে নিয়ে সমাজটাকে গড়বো” এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ কুমিল্লার অরাজনৈতিক, সামাজিক, মানবিক সেচ্ছাসেবী সংগঠন খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুম্মা লাকসাম খুন্তা পশ্চিমপাড়া মাদ্রাসা মাঠে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে, খুন্তা ফাউন্ডেশনের সভাপতি- ইতালি প্রবাসী ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,বিশিষ্ট শিল্পপতি- মো: শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, খুন্তা গ্রাম প্রতিনিধি- আবদুল খালেক, জুডিসি ম্যাজিস্টেট- মো: হামিদুর ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বদরপুর শাখার ব্যবস্থাপক-মো: ইসমাইল হোসেন, এড. বাহারউদ্দীন বাহার,বিশিষ্ট সমাজ সেবক- নাজমুল হক মিঠুসহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থা পরিচালন ছিলেন- মো: রনি।
আপনার মতামত লিখুন :