প্রকাশিত, ৩১,মে,২০২৪
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা লাকসাম উপজেলার পাশাপুর তরুণ সংঘ
উদ্যোগে এক ইউনিয়নের এসএসসি/দাখিল সমমান পরীক্ষা ২০২৪-এ জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন পাশাপুর মহিলা দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল কাছ থেকে কৃতী শিক্ষার্থীরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
মুদাফরগঞ্জ উওর ইউনিয়নে এসএসসি/দাখিল সমমান পরীক্ষা ২০২৪-এ জিপিএ-৫ প্রাপ্ত,আবুল কালাম স্কুল এন্ড কলেজ,পাশাপুর মহিলা দাখিল মাদ্রাসা, মুদাফরগঞ্জ স্কুল এন্ড কলেজ, মুদাফরগঞ্জ ফাজিল মাদ্রাসা, আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও মাদ্রাসাতুল নুর আনছারিয়া কমপ্লেক্সেসহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত ৫২ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশিষ্ট ইসলামিক স্কলার ও দায়ী মাও.শাহ মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও পাশাপুর তরুণ সংঘে সংগঠনের সভাপতি আদনান মানিকে’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম শাহীন,সাবেক ইউপির চেয়ারম্যান শাহ আলম, কবি ও গবেষক ইমরান মাহফুজ, দৈনিক যুগান্তর লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এ মান্নান,
রাজনীতিবিদ ও সমাজ সেবক তরিকুল ইসলাম মনা, আর্জেন্টিনা প্রবাসী আবদুল রহিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, পাশাপুর তরুণ সংঘে’র সংগঠনের মো.সাগর,মাসুম,কাউসার আলম,সালমান হোসেন,হাবিবুর রহমান, সবুজ, মাওলা রাফি,আসাদুজ্জামান, সাব্বির, বাদশাহ ও নাদিম আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :