প্রকাশিত,০৪,অক্টোবর
রবিউল হোসাইন সবুজ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম পৌরশহর গাজীমুড়াকে আদর্শ গ্রাম ঘোষনা এবং পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সন্ত্রাস, মাদকমুক্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমাজ হতে অন্যায় অবিচার, জুলুম বন্ধসহ উন্নত সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে মরহুম চাঁদ মিয়ার বাড়ীতে সকলস্তরের গ্রামবাসীকে নিয়ে এক মত বিনিময় সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর মো. রাফসানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর মো. তন্ময় ইসলাম। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম, বিএনপি নেতা জসিম, মাষ্টার ওয়াহেদুর রহমান ভূঁইয়া, সাখাওয়াত হোসেন শাকন, জিল্লুর রহমান ফারুক, বিল্লাল হোসেন, মো. বাবুল মিয়া, রাসেল আহমদসহ সকল স্তরের গ্রামবাসী। এ সভায় ঐতিহ্যবাহী গাজীমুড়াকে আদর্শ গ্রাম ঘোষনা এবং ৪টি পাড়া ভাগ করে সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. ইসমাইল হোসেনকে প্রধান সর্দার ও প্রধান সমন্বয়কারী করে ২০সদস্য বিশিষ্ট পঞ্চায়েত কমিটি গঠন করা হয়। উল্লেখ্য ঐতিহ্যবাহী গাজীমুড়া গ্রামে মহান আল্লাহর ওলি হযরত করিম হায়দার (র.) ইয়েমেনী হুজুর এর মাজার এবং চির নিন্দ্রায় শায়িত এবং মরহুম চাঁদ মিয়া, মরহুম খোরশেদ আলম সুরুজ, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, মরহুম মো. তাজুল ইসলাম, মরহুম মো. ইসহাক কোম্পানীসহ প্রভাবশালী গন্যমান্য ব্যক্তিবর্গ তথা গাজীমুড়া আলিয়া কামিল মাদ্রাসা ঐতিহ্যর স্বাক্ষর বহন করছে।
আপনার মতামত লিখুন :