শেরপুর নকলা প্রতিনিধিঃ
শেরপুর নকলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকার পরও কয়েকটি প্রতিষ্ঠান পশুখাদ্য বিক্রি করে আসছিল। এমন অভিযোগ পেয়ে উপজেলার পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য বিক্রি করায় ছয় প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ বলেন, ‘বাজারের সব পশু খাদ্যের দোকানের মালিককে লাইসেন্স করতে হবে। লাইসেন্স না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানের সময় উপস্থিত ছিলেন–উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসাহাক আলী নকলা থানার পুলিশ সদস্যগন।