প্রকাশিত,২৮, মার্চ,২০২৪
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর নীলেরপাড়া এলাকায় মো: আবু সাঈদ নামের এক অটোরিকশা চালককে ভাড়ার কথা বলে অপহরণ করে নেয় অপহরণকারী চক্রের সদস্যরা। অপহরণকারী চক্রের সদস্যরা তাদের বাড়িতে আটকে চালায় নির্যাতন। এ ঘটনা কাউকে না জানানোর কথা বলে সাদা স্ট্যাম্পে সাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয় নগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায়।
ছাড়া পেয়ে মহানগরের সদর থানায় অভিযোগ জানানোর গাজীপুরে র্যাব ক্যাম্পেও অভিযোগ জানান। এ ঘটনায় অপহরণ চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৭ মার্চ) র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
অটোরিকশা চালক আবু সাঈদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের মৃত কলুম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগর সদর থানার ছোট দেওড়া কাজী বাড়ির আবু মিয়ার বাড়িতে ভাড়া থেকে সাড়ে তিন বছর যাবৎ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টায় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার ইজিবাইকটি ছিনতাই করে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েন এবং তার উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। মানবিক দিক বিবেচনা করে র্যাব ওই ইজিবাইকচালকের পাশে দাঁড়ায়। র্যাব-১, উত্তরার পক্ষ থেকে তাকে আর্থিক অনুদান করা হয়। আশ্বাস দেওয়া হয় স্থায়ি পুর্নবাসনের।
ভুক্তভোগী অটো চালক আবু সাঈদ বলেন, ‘ঈদের আগে আমার অটোরিকশাটা চুরি হয়ে যায়। ২ দিনে আমরা ভাত খাইছি মাত্র ২ বেলা। তাদের থেকে ছাড়া পেয়ে কি করবো ভেবে না পেয়ে আমার সাথের এক অটো চালকের সাহায্য থানায় অভিযোগ করি। তারপর থানা থেকে আমায় র্যাব অফিসে পাঠায়। র্যাব এ ঘটনা শোনার পর এদেরকে গ্রেফতার করেছে। স্যার আমারে টাকা দিছে যেন আমার ছেলে মেয়েদের ঈদে কাপড়চোপড় আর খাবার কিনে দিতে পারি। আমি অনেক খুশি।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮ টায় র্যাব ওই চালকের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে গাজীপুর মহানগর সদর থানার পশ্চিম ধীরাশ্রম (আশা ব্যাংক) সংলগ্ন জীম এন্টারপ্রাইজে অভিযান চালায়। ওই দোকান থেকে ছিনতাইকৃত ইজিবাইকের বিভিন্ন খোলা অংশ উদ্ধার করে র্যাব। এ সময় ধীরাশ্রম এলাকার হেলাল উদ্দিনের ছেলে চুন্নু মিয়াকে (৩৪) গ্রেপ্তার করা হয়।