র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের লিডার সহ ৪ জন গ্রেফতার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২৯, ৩:৫৮ অপরাহ্ন /
র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের লিডার সহ ৪ জন গ্রেফতার।

প্রকাশিত,২৯, নভেম্বর,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতার কৃতরা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকার আলা উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৫) তাইফুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২০) রবিউল ইসলামের ছেলে রাব্বী আলামিন (১৯) মিঠু মিয়ার ছেলে সিরাজ আলী (২০)।

আজ সকালে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব। র‍্যাব জানায়, গতরাত মঙ্গলবার ৮ টার দিকে সদর আলীনগর মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‍্যাব এর একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করার সময় একটি পরিত্যক্ত ঘরে উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং লিডার সহ কিশোর গ্যাং এর চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এসময় গাঁজা সহ সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
র‍্যাব আরোও জানায় গ্রেফতারকৃত আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ শোডাউন দিত।

এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে।