আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
রোয়াংছড়িতে সড়কের পাশে আগুন পোহাতে গিয়ে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হলেন নিথোয়াই উ মার্মা (৫০)। নিহত বাড়ি হল রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার মৃত মংচ প্রু মার্মার ছেলে।
আজ ৩০ জানুয়ারি শনিবার সকালে বান্দরবান রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে হিমাগ্রি পাড়ায় রাস্তা পাশে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ তখন রাস্তা দিয়ে দ্রুত এসে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে রাস্তা পাশে থাকা মানুষজন গাড়িকে থামাতে বললে না থামিয়ে টেনে চলে যায়।
এইদিকে নিহত ব্যক্তিকে দ্রুত সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ কুমার শর্মা জানান, কে বা কারা গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে তা এখনো জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :