প্রকাশিত,২৬,মে,২০২১
মোঃ হানিফ বিন,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
একটি মানবিক পোস্টঃ
গত ৬-০৫- ২০২১ তারিখ দুপুর ১ঃ৩০ এ ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টারের সামনে মোঃ জাহাঙ্গীর আলম নামে এক মোটর সাইকেল আরোহী খুবই গুরুতর রোড এক্সিডেন্ট করেন। স্থানীয় লোকজন তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তির জন্যে আনলে তাকে ভর্তি না নিয়ে সরাসরি রংপুর মেডিকেলে রেফার্ট করা হয়। জরুরিভাবে তাকে রংপুর মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আগে থেকেই তার শরীর দুর্বল এবং ডায়বেটিস ছিল। সেখানে গিয়ে জানা যায় তার মাথার খুলির হাড় ভাঙ্গে গিয়েছে, মাথার ভ্যান ছিড়ে গিয়েছে, মাথায় রক্ত জমা হয়ে আছে, মাথা ফাটে গেছে। এছাড়াও বুকের হাড় ভাঙ্গে গিয়ে সেখানে রক্ত জমা হয়ে আছে। এগুলো ছাড়াও তার আরও শারীরিক ক্ষতি হয়েছে। তাকে বর্তমানে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া দরকার। সে রংপুর মেডিকেলে ১৪ দিন ভর্তি ছিল এখন জরুরি ভাবে তাকে ঢাকা নিয়ে যেতে হবে। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় সে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে । পরিবারের মানুষের হাহাকার আর কান্নায় বোঝা যায় পরিবারটি কতটা অসহায়। এদিকে পরিবারের একমাত্র উপার্জন করা মানুষটির এমন অবস্থা তার ওপর তিন সন্তানকে নিয়ে কি করবেন গৃহকর্মী তা জানা নেই। এমন এক অসহায় পরিবার আপনাদের নিকট দারস্থ হয়েছে।
এই পরিবারটির একমাত্র উপার্জন ব্যক্তি এখন গুরুতর অসুস্থ।এই পরিবারটি ভাড়া বাসায় থাকেন বসিরপাড়া ঠাকুরগাঁওয়ে।পরিবারের প্রত্যেকটি সদস্যের এখন আর্তনাদ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে।পরিবারের সদস্যরা চায় যেনো এই সমাজের ব্যক্তিবান মানুষরা তাদের পাশে দাঁড়ান।
আপনাদের যার যেটুকু সামর্থ্য সে অনুযায়ী সাহায্য করুন। একটি পরিবারকে বাচাতে আপনাদের একটু সাহায্য চাচ্ছে জাহাঙ্গীর আলমের পরিবার।
বিকাশ ০১৩১৮৭৩৭৮৮২
নগদ ০১৩১৮৭৩৭৮৮২