রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় গোপালগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ নতুন দল বিজিপি


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-৩০, ৯:১৮ অপরাহ্ন /
রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় গোপালগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ নতুন দল বিজিপি

প্রকাশিত,৩০,নভেম্বর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন, ও শান্তি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ১ জন আহ্বায়ক ও ৩ জনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি আত্মপ্রকাশ করে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদরের চাপাইল মুসলিম পার্কে সংবাদ সম্মেলন করে তারা এ আত্মপ্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নবগঠিত গণতান্ত্রিক পার্টি (বিজিপি) এর আহ্বায়ক সাইফুল রসিদ চৌধুরি একটি লিখিত বক্তব্য পাঠ করে তাদের আত্মপ্রকাশ করেন , পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)র যুগ্ম আহ্বায়ক জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ, মো: ইয়ার আলী, দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবির, যমুনা টিভির স্টাফ রিপোটার মোজাম্মেল হোসেন মুন্না, জনকন্ঠের জেলা প্রতিনিধি নিতেশ চন্দ্র বিশ্বাস, এনটিভি প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত, মাই টিভির আরিফুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোটার এ জেড আমিনুজ্জামান রিপন, এটিএন বাংলার চৌধুরি হাসান মাহামুদ, চ্যানেল-এসের জেলা প্রতিনিধি কাজী মাহমুদ, আর-টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মূন্সী সাদেকুর রহমান, বাংলাদেশের খবর পলাশ সিকদার, আলোর সময়ের মোঃ শিহাব উদ্দিন মোল্লা, সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ব্যবস্থা সুদৃঢ়করনের লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি ৩২ দফা প্রস্তাবনা প্রকাশ করে।

সংসদ, বিচার বিভাগ ও আইন বিভাগ পৃথক করা, সরাসরি জনগণের ভোটে তাদের প্রধান নির্বাচিত করা। সকল দলের মধ্যে প্রাইমারির মাধ্যমে সংসদ সদস্য পদের প্রার্থী দেওয়া, লোকাল (স্থানীয় সরকার) সরকারকে শক্তিশালী ও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেওয়া, সংসদ সদস্যকে তার দলের বাইরে সংসদে ভোটের অধিকার দেওয়া, মিডিয়ার সাহায্যে জনগণের মতামত সাপেক্ষে হরতাল করা, চাকুরিজীবী ও শ্রমিকদের ন্যূনতম বেতন ধার্য করা, সুদের হার ১০% এর মধ্যে রাখা, ব্যস্ত শহরে ছোট গাড়ির সময় ও রাস্তা ধার্য করা, সকল গ্যাস ও পানির জন্য মিটার দেওয়াস, সকল মেইন রেডের ইন্টারেন্সে স্টপ সাইন দেওয়া, সকল হাইওয়ে পুলিশকে ট্র্যাফিক আইন অবগত করা, সকল গাড়ির মালিককে ভিআইপি ইন্স্যুরেন্স রাখতে বাধ্য করা মৃত ব্যক্তির নামে কোন সম্পত্তি রাখতে না দেওয়া, রাস্তার উপর মিটিং, মিছিল করতে না দেওয়া, সকল মেইন রাস্তা থেকে হাট, বাজার, দূরে সরানো এবং মেইন রোডে গাড়ি রাখা বন্ধ করা, সকল ড্রাইভারদের ট্র্যাফিক আইন অবগত করা, দেশের প্রধান সহ যে কারও বিরুদ্ধে (প্রমাণ সহ) আইন বিভাগের ব্যবস্থা নিতে পারা।
ঘুষের জন্য (প্রমাণ সাপেক্ষে) ১০ বছর থেকে মৃত্যু দণ্ড পর্যন্ত সাজা প্রদান ,চাঁদাবাজির জন্য (প্রমাণ সাপেক্ষে) ১০বছর থেকে মৃত্যু দণ্ড পর্যন্ত সাজা প্রদান, দেশের বৃহত্তম প্রাইভেট হাসপাতালগুলোর বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ শাখা বিস্তার, সমুদ্র সৈকত থেকে আরো আয়ের ব্যবস্থা করা , পোর্ট (স্থল ও নৌ বন্দর) থেকে আরো আয়ের ব্যবস্থা করা, বাংলাদেশের নিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, সাংবাদিকদের স্বাধীন মতামত প্রকাশের ব্যবস্থা করা, খাদ্যদ্রব্য ও অন্যান্য ভোগ্য পণ্যকে ভেজাল মুক্ত রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন সহ ডাক্তারদের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালনের ব্যবস্থা করা, এক দপ্তরের কাজে অন্য দপ্তরের হস্তক্ষেপ না করা, একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, বাংলাদেশের সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য পরিধি নির্ধারণ করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করণের ব্যবস্থা গ্রহণ করা।