প্রকাশিত,২৭,অক্টোবর
নোমান স্টাফ রিপোর্টারঃ
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল।
আজ ২৭ অক্টোবর রবিবার, দুপুর ১২ টায় সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, মাহিম ইসলাম, আল সাইমুম আহাদ, রিয়াদ হোসেন, পিয়াস মাহমুদ শুভ, খালেদ মাহমুদ পরম, ইমরান হোসেন, তাসিন আহমেদ, কামরান হোসেন, নাদিম সরদার, জাসিম তালুকদার, আরিফুল ইসলাম সহ প্রমুখ।
এসময় গণমাধ্যমে বক্তব্যকালে ছাত্রদল নেতা আল সাইমুম আহাদ বলেন, ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, নিরীহ ছাত্রদের নির্যাতন করেছে। ছাত্রলীগ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমান নিরপেক্ষ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছিল সন্ত্রাসবিরোধী আইন–২০০৯। আওয়ামী লীগের তৈরি আইনের ফাঁদে আজ নিজেরাই আটকে গেছে।