প্রকাশিত, ২২ জানুয়ারি, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের
গ্যাস বিতরণ সংস্থা, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন, কুমিল্লা!
এই সংস্থাটি চট্টগ্রাম বিভাগের ৬টি জেলায় গ্যাস বিতরণ সেবা নাগরিকদের দিচ্ছে!
এই সংস্থায় প্রায় ৫০০জন কর্মকর্তা ও ২০০জন কর্মচারী নাগরিক সেবার চাকরি করছেন কিন্তুু এই সংস্থার কর্মচারীরা কখনো প্রমোশন নেয় না! এমনকি তদবির করে তারা তাদের প্রমোশন ঠেকিয়ে রাখে!
কারণ কর্মচারী পদে বহাল থেকে, ওভারটাইমের নামে তারা লুটে নিচ্ছে রাষ্ট্রের লাখ-লাখ টাকা!ওভারটাইম না করেও
মাসে জন প্রতি ৩০-৩৫ হাজার টাকা ওভারটাইম নেয়।
কর্মচারীরা অফিসের দৈনিন্দিন ( সকাল৯টা থেকে বিকেল৫টা) কোন কাজ না করেও তথাকথিত সিবিএ
( যৌথ ধর কষাকষি প্রতিনিধি) এর অবৈধ দাপট দেখিয়ে লাখলাখ টাকা ওভারটাইম হিসেবে লুটে নিচ্ছে!
এখানে কর্মকর্তারা ভয়ে কেউ মুখ খুলতে চায় না!
কোন কর্মকর্তা এদের বিরুদ্বে ব্যবস্থা নিতেও অপারগতা প্রকাশ করেন !
সবাই কর্মচারীদের কাছে জিম্মি হয়ে অাছেন !৷
সরকারের মন্ত্রনালয় ও এসকল বিষয়ে কোন ব্যবস্থা নেয় না!
বর্তমানে দেশে বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে যুবসমাজের পর্যাপ্ত কর্মসংস্থান নেই !
অথচ তাদের অবৈধ ওভারটাইমের টাকা দিয়ে প্রায় ৩০০জন কর্মচারী নতুন নিয়োগ দেয়া সম্ভব!
কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই ৬টি জেলায় বাখরাবাদ গ্যাসের অফিস রয়েছে,
স্থানীয় জনগণের মতামত, এরা অল্প সময়ে, অবৈধভাবে অনেক অর্থ বিত্তের মালিক হয়েছে!
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে, এই সংস্থার কর্মচারীদের তথাকথিত ওভারটাইমের নামে রাষ্ট্রের টাকা হরিলুট বন্ধ হবে এই প্রত্যাশা সচেতন নাগরিক সমাজের!