রামগতিতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৬-২৭, ১২:১২ পূর্বাহ্ন /
রামগতিতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ   উদ্ধার।

মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে একটি পুকুর থেকে শেখ শামছুউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয় ।শামছুউদ্দিন জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত শেখ সৈয়দ আহম্মদ ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামল গ্রামের একটি পুকুরে এক বৃদ্ধ লোকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন।
পরে রামগতি থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শামছুউদ্দিন নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে পানিতে পড়ে গিয়ে মারা যায়।