প্রকাশিত,০৯, ফেব্রুয়ারি,২০২৪
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার এনডব্লিউ লেবুবুনিয়া এইচটিআই দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসা ক্যাম্পাসে অভিভাবকদের সরাসরি ব্যালট ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে ৮৫ভোট পেয়ে মো. সাকায়েত হোসেন, ৮২ভোট পেয়ে মো. সোহেল, ৭৭ভোট পেয়ে মো. মোজাম্মেল ও ৩৮ ভোট পেয়ে মো. আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন রাজাপুর উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গির হোসেন।
মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করেন। এ নির্বাচনকে বন্ধ করতে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্যানেল ভোটগ্রহণের মধ্যে অপতৎপরতা চালালিয়েছেন বলে অভিযোগ থাকলেও প্রিজাইডিং অফিসারের দক্ষতা ও ভোটারদের সচেতনতার কারণে তা আর সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানিয়রা।
আপনার মতামত লিখুন :