রাজাপুরে লেবুবুনিয়া মাদ্রাসা অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-০৯, ১০:১৪ অপরাহ্ন /
রাজাপুরে লেবুবুনিয়া মাদ্রাসা অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন।

প্রকাশিত,০৯, ফেব্রুয়ারি,২০২৪

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার এনডব্লিউ লেবুবুনিয়া এইচটিআই দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসা ক্যাম্পাসে অভিভাবকদের সরাসরি ব্যালট ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে ৮৫ভোট পেয়ে মো. সাকায়েত হোসেন, ৮২ভোট পেয়ে মো. সোহেল, ৭৭ভোট পেয়ে মো. মোজাম্মেল ও ৩৮ ভোট পেয়ে মো. আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন রাজাপুর উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গির হোসেন।

মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করেন। এ নির্বাচনকে বন্ধ করতে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্যানেল ভোটগ্রহণের মধ্যে অপতৎপরতা চালালিয়েছেন বলে অভিযোগ থাকলেও প্রিজাইডিং অফিসারের দক্ষতা ও ভোটারদের সচেতনতার কারণে তা আর সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানিয়রা।