প্রকাশিত,২৩, জানুয়ারি,২০২৪
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত পুলিশের এ সভায় সভাপতিত্ব করেন,রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.আনিসুর রহমান,বিপিএম (বার), পিপিএম (বার)
সভার শুরুতেই সভাপতি সার্বিক কার্যক্রমের উপর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার,এএসআই, এসআই, ইন্সপেক্টর(তদন্ত),অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।
পত্নীতলায় চুরি,ডাকাতি,ছিনতাই রোধসহ সার্বিক কাজের উপর গত ডিসেম্বর/২০২৩ মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
এ বিষয়ে তাঁর অনুভূতি জানতে চাইলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন,আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আমার অফিসার ফোর্সকে সেইসাথে এই উপজেলার সর্বোস্তরের জনসাধারণকে। আমি এই থানায় যোগদান করার পর থেকেই নির্যাতিত মানুষের সাথে থেকে অপরাধীকে আইনের আওতায় এনেছি। আমার সার্বিক কাজের জন্য উপজেলার প্রতিটি মানুষ আমাকে সাহায্য করেছে। ভবিষ্যতে ও যেন আমি এভাবে মানুষের সেবা করে যেতে পারি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
আপনার মতামত লিখুন :