রাজশাহীর মোহনপুরে নয়া এসিল্যান্ড মিথিলা দাসের যোগদান।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৩, ৯:২২ অপরাহ্ন /
রাজশাহীর মোহনপুরে নয়া এসিল্যান্ড মিথিলা দাসের যোগদান।

প্রকাশিত,১৩, জুলাই,২০২৩

রাসেদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী মোহনপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসাবে মিথিলা দাস গত বুধবার (১২ জুলাই) রাজশাহী জেলা প্রশাসক এর কার্যালয়ে যোগদান করেন।এর পর তিনি মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)হিসাবে কর্মস্হলে যোগদান করেন।
আজ ১৩/০৭/২৩ইং রোজ বৃহস্পতিবার তিনি সকাল থেকে অফিস করেছেন।

মিথিলা দাস অফিস স্টাফ ও সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। মোহনপুরে দায়িত্ব পালণকালীন সময়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি ৩৬ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।এর আগে
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সহকারী কমিশনার(ভুমি) এসিল্যান্ড হিসাবে কর্মরত ছিলেন।