রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৯, ৯:৫৬ অপরাহ্ন /
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রকাশিত, ২৯,মে,২০২৪

অনলাইন ডেক্স”

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

এছাড়া চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। এর গভীরতা ছিল ৯৪ দশমিক সাত কিলোমিটার।

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে পাঁচ দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন ‍অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।