রাঙ্গুনিয়ায় ১ সাপ্তাহে হাতির আক্রমণে দুজনের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৭-০২, ৮:১০ অপরাহ্ন /
রাঙ্গুনিয়ায় ১ সাপ্তাহে হাতির আক্রমণে দুজনের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী।

প্রকাশিত,০২, জুলাই,২০২২

এম. মতিন, চট্টগ্রামঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সাপ্তাহের ব্যবধানে ফের হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুল আজিজ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২-৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আজিজ উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা সুন্দরী এলাকার পূর্বপারা গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।

আজ শনিবার (২ জুলাই) সকালে খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গেল কয়েক দিন ধরে পদুয়ার বিভিন্ন এলাকায় রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির পাল নেমে স্থানীয়দের ফলসী ক্ষেত নষ্ট করে দিচ্ছিল। শুক্রবার রাতে নিজ ক্ষেত পাহারা দিতে পাহাড়ে যান আবদুল আজিজ। রাতে আর বাসায় ফেরেননি সে। শনিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই পাহাড়ি এলাকায় নিজেদের কৃষি ক্ষেতে কাজ করতে গেলে জমিতে আজিজের লাশ পড়ে থাকতে দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থাবপ হাতির পা ও শুঁড়ের আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বন্য হাতি নিহত আবদুল আজিজের ওপর আক্রমণ করে শুঁড় দিয়ে তুলে পায়ের নিচে পিষ্ট করে ফেলে চলে যায়।

এর আগে গত (২৬ জুন) বুধবার সন্ধ্যা ৭টার দিকে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের নারিশ্চা মোবারক টিলায় বন্য হাতির আক্রমণে উপজেলার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. শাহ আলম (৫৫) নামে আরেক কৃষকেরও মৃত্যু হয়েছিল একই ভাবে।

এদিকে এক সাপ্তাহের ব্যবধানে একই ইউনিয়নে হাতির আক্রমণে দু’জন কৃষকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে ওইসব এলাকার মানুষের।

একই সাথে নিজেদের ফসলী ক্ষেত রক্ষা করতে প্রতিদিন জীবনের চরম ঝুঁকি নিয়ে তাদের পাহারা দিতে হচ্ছে। বন বিভাগের কার্যকরী কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার কৃষকরা।

এ বিষয়ে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কিছুদিন ধরে খাবারের খোঁজে বন্য হাতির দল লোকালয়ে এসে হানা দেওয়া শুরু করেছে। সবাইকে সতর্ক থেকে চলাফেরা করার আহবান জানান তিনি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল্লাহ বলেন, উপজেলার পদুয়ায় বন্য হাতির আক্রমণে আবদুল আজিজ নামের এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা যায়,আবদুল আজিজ জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন। শুক্রবার রাতে নিজ ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।