প্রকাশিত,১২, অক্টোবর,২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো. আনোয়ার খান নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার খান ওই গ্রামের মজিবর খানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান ও এ এসআই বেল্লাল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। চাঁদাবাজি মামলায় ২০২০ সালে তাকে পাঁচ বছরের সাজা দেয় আদালত। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।