প্রকাশিত,১৯,অক্টোবর
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের বাইলাবুনিয়া বাজার সংলগ্ন জৈনপুরী খানকার মাঠের দক্ষিণ পাস থেকে ইব্রাহিম গাজীর ছেলে রাজিব গাজী (২২) নামে এক যুবক কে ৩৫ গ্রাম গাঁজা সহ আটক করেন পুলিশ যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ২২০০ টাকা। গতকালকে বুধবার রাত আনুমানিক ০৯ঃ০৫ গটিকার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মাহাতাব হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পাবেল চৌধুরী ও আরাফাত হোসেন কে সাথে নিয়ে চরমোন্তাজ ইউনিয়ন এর বাইলাবুনিয়া বাজার সংলগ্ন জৈনপুরী খানকার মাঠের দক্ষিণ পাস থেকে অভিযান চালিয়ে মো,রাজিব গাজী নামে একজন কে আটক করে পুলিশ। ব্যাপক তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে পলিথিন মোড়ানো গাঁজা উদ্ধার করা হয় এবং আসামির জমানবন্দীতে তার সত্য তো পাওয়া যায়।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।