প্রকাশিত,২৪,সেপ্টেম্বর
এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ
শুটিং শুরু হয়েছে সিনথিয়া ফিল্মস প্রযোজিত পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রহস্য’। গত ১৮ই সেপ্টেম্বর ৩০০ ফিট ডাক্তার বাড়িতে চলচ্চিত্র ‘রহস্য’ এর শুটিং শুরু হয়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন, চলচ্চিত্র পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি। এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সায়মন তারিক।
পরিচালক রবি জানান, ১৮ই সেপ্টেম্বর ৩০০ ফিট ডাক্তার বাড়িতে ‘রহস্য’ সিনেমার শুটিং শুরু করি। এই সিনেমার কাজে আমাকে অনেকে সহযোগিতা করেছেন।
বিশেষ করে ধন্যবাদ জানাই, প্রযোজক সায়মন তারিক ভাইকে। এবং ধন্যবাদ জানাই শামসুল আলম ভাইকে, কে এ নিলয় খান, রাসেল আহমদ, ডান্স ডিরেক্টর জাকির ভাই, রমজান ও শামিম, ক্যামেরাম্যান সবুজ ভাই, মেকআপ ম্যান সেলিম ভাই সহ ও ‘রহস্য’ সিনেমার টিমের সকল টেকনিশিয়ানকে।
‘রহস্য’ সিনেমার অভিনয়ে রয়েছেন আফফান মিতুল, জান্নাত আফরিন, আরমান খান, সোনিয়া লাজুক, রাকিব, ইসরাত জাহান, হেদায়েতুল্লাহ তুর্কি, অধরা নীহারিকা, দেলোয়ার হোসেন দিলু, শেখ রুনা, শামসুল আলম, সায়মন তারিক, সপ্না, সোনিয়া সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :