প্রকাশিত,২৭, অক্টোবর,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আসছে ২৯,৩০,৩১ অক্টোবর সারা-দেশব্যাপী পুলিশ কনস্টেবল শূন্যপদে প্রায় ৩ হাজার নিয়োগ পাচ্ছে। তারই লক্ষ্যে নেত্রকোণায় নেওয়া হচ্ছে সৎ,সাহসিক, কর্মদক্ষতার ন্যায় মন-মানসিকতার তরুণ /তরুণী।
বাংলাদেশ পুলিশের স্বনামধন্য পুলিশের মহা-পরিদর্শক মান্যবর (আইজিপি) ড.বেনজির আহম্মেদের দিক-নির্দেশনা মোতাবেক কোন প্রকার আর্থিক লেন-দেন ছাড়াই দক্ষ,কর্মঠ, মেধাসম্পন্ন তরুণ/তরুণীরাই পাবে পুলিশের চাকুরী। এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার সৎ,দক্ষ এবং বাংলাদেশ পুলিশের আইকন পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সীর সাথে আলাপকালে তিনি জানান,নেত্রকোণা জেলায় ৪৭ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে যে প্রার্থীর যোগ্যতা,দক্ষতা এবং বডি ফিটনেস তাকেই আমরা নিয়োগ দিবো। তিনি আরো বলেন, কারো প্ররোচনা পড়ে এবং কোন দালালের মাধ্যমে আর্থিক লেন-দেন করবেন না। যাহার চাকুরী হবে তার কর্ম,দক্ষ এবং যোগ্যতা অনুসারেই হবে। সবাইকে দালাল থেকে সাবধান থাকার নির্দেশ প্রদান করেন