প্রকাশিত,২১,জুন, ২০২৪
পটিয়া( চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-
বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে (২১ জুন শুক্রবার) বিকেলে পটিয়া দলীয় কার্য়লয়ে সংগঠনের ৪১তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবসেনার সভাপতি মামুন উদ্দিন সিদ্দিকী। উদ্ভোধক ছিলেন, বাংলাদেশ ইসলামী ফন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসাইন, প্রধান অতিথি ছিলেন ইসলামী ফন্ট প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার,প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সহ সম্পাদক এস এম গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি ছিলেন, সাবেক দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মোক্তার হোসাইন শিবলী,মাষ্টার মুহাম্মদ কমরুদ্দীন দক্ষিণ জেলা ছাএসেনা দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ নুরুলদীনের মুহাম্মদ সাইফুদ্দিন, আবু নোমান নাছিম হায়দার, যুবসেনা দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, সৈয়্যদ সালাহউদ্দীন খোকন,,সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, এম এ কালাম,মো.নুরুল করিম, মো.আবদুল্লাহ আল-মামুন,মো.শাহাব উদ্দীন,হারুনুর রশীদ হোসাইনী,মো:ফরিদুলআলম,মো.মুনিরুল ইসলাম, মো.দেলোয়ার হোসেন,এড.মহিউদ্দিন চৌধুরী, মো.দিদারুল আলম,মো.হোসেন আলী,কাজী মো.ইকবাল হোসেন,এস.এম সাইফুল্লাহ ফারুক,মো.জুবাইরুল হক,এড.সৈয়দ নূর আলম, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আনম নাসির প্রমূখ।-অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ আবদুল জলিল ও মুহাম্মদ মহিবুল্লা। প্রতিষ্ঠা
বার্ষিকী সমাবেশে বক্তারা-দূর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে যুবকদের বাংলাদেশ ইসলামী যুবসেনা পতাকাতলে এগিয়ে আসার আহবান জানান।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
২১/০৬/২৪
আপনার মতামত লিখুন :