মোহাম্মদ আলী বাবুলকে শ্রীপুরস্থ গফরগাঁও- পাগলা ঐক্য পরিষদের সভাপতি পদ থেকে সাময়িক বহিষ্কার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-০৮, ১২:৫৬ অপরাহ্ন /
মোহাম্মদ আলী বাবুলকে শ্রীপুরস্থ গফরগাঁও- পাগলা ঐক্য পরিষদের সভাপতি পদ থেকে সাময়িক বহিষ্কার।

প্রকাশিত,০৮, ফেব্রুয়ারি,২০২৪

শ্রীপুর,গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে “শ্রীপুরস্থ গফরগাঁও-পাগলা ঐক্য পরিষদ”র সভাপতির পদ থেকে মোহাম্মদ আলী বাবুলকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
আজ ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মাওনা চৌরাস্তায় এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের নির্বাহী সদস্য কাজল ফকিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সদস্য ডাক্তার নুরুজ্জামান, ক্বারী মো: সিরাজুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সারোয়ার হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন, সহ-সম্পাদক সেলিম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ শিমুল ফকির, দপ্তর সম্পাদক আব্দুল বাসেত মিয়া, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য- রাকিবুল হাসান আহাদ, হাফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সংবাদ কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বহিষ্কৃত সভাপতি মোহাম্মদ আলী বাবুলের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে পাঁচ সদস্য কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
######
শ্রীপুর, গাজীপুর