মোতাহেরুলন ইসলাম এমপি সকাশে ২নং ওয়ার্ড আ”লীগ নেতা সঞ্জীব কুমার দাশহ নেতৃবৃন্দ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-২০, ৯:৩০ অপরাহ্ন /
মোতাহেরুলন ইসলাম এমপি  সকাশে  ২নং ওয়ার্ড  আ”লীগ  নেতা সঞ্জীব কুমার দাশহ  নেতৃবৃন্দ ।

প্রকাশিত,২০, জানুয়ারি,২০২৪

সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামে পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলছেন,তৃণমূল থেকে গড়ে উঠা, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরীক্ষিত আদর্শের সৈনিক হিসেবে এ পটিয়াকে ডিজিলাইষ্ঠেট টাউন গড়ে তুলতে হবে। তিনি আরোও বলেন,

উন্নয়ন সমৃদ্ধ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করে পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাই।

। তিনি গতকাল বুধবার বিকেলে পটিয়া পৌর মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পটিয়া পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির,পৌর কাউন্সিলর গোফরান রানা, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি,,সুচক্রদন্ডী পল্লী মঙ্গল রাস উদযাপন পরিষদ সভাপতি ও পল্লী মঙ্গল সমিতি ও শিব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সঞ্জীব কুমার দাশ, আওয়ামী লীগ নেতা স্বপন বিশ্বাস, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লাগে সভাপতি শফিকুল ইসলাম শফি, আওয়ামীলীগ নেতা গফফারুল বশর মনু, মাহবুব আহমদ ছিদ্দিক, দেবর্ষী চক্রবর্তী, মোহাম্মদ লিটন,সাইদুউদ্দিন রিপু,ঝুলন দে, রাজীব সিংহ ও সুমন দে সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

২০/০১/২৪