মূলাগুল স্টুডেন্ট ডেভেলাপম্যান্ট এসোসিয়েশন’র ৩য় মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৪, ১০:৫৬ অপরাহ্ন /
মূলাগুল স্টুডেন্ট ডেভেলাপম্যান্ট এসোসিয়েশন’র ৩য় মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২৩

নোমান আহমেদ (সিলেট থেকেঃ

সিলেট’কানাইঘাট উপজেলার ১নং ইউনিয়নের সর্ব বৃহত্তম অরাজনৈতিক সংগঠন”মূলাগুল স্টুডেন্ট ডেভেলাপম্যান্ট এ্যাসোসিয়েশন” (MSDA) কর্তৃক ৩য় মেধা বৃত্তি এবং এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

০৩-০৯-২০২৩ ইং রোজ রবিবার,মূলাগুল স্টুডেন্ট ডেভেলাপম্যান্ট এসোসিয়েশন এর সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহিদ রানা ও সহ-সাধারন সম্পাদক শাব্বির আহমদের যৌথ সঞ্চালনায় সিলেট,কানাইঘাট উপজেলার মূলাগুল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান’টি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার ১নং ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান,১নং ইউনিয়নের উন্নয়নের রুপকার মোঃ তমিজ উদ্দিন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক উদ্দিন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শমসের আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলাগুল উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক আফতাব হাসান, মোঃ আজিজুল ইসলাম,সহকারি প্রধান শিক্ষক গোলাফ স্যার ৷

এছাড়াও উপস্থিত ছিলেন আলহেরা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ আহমদ হোসাইন, উপস্থিত ছিলেন মাদরাসার ডিরেক্টর মাহবুবুর রাহমান’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন ৯নং ওয়ার্ড সদস্য আলতাফ হোসেন , ৬নং ওয়ার্ড সদস্য আজাদুর রাহমান আজাদ , সংগঠনের সাবেক সভাপতি রুহুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছামছ উদ্দিন,মুসলিম উদ্দিন মিলন,খালিক আহমদ,সাবেল আহমদ,আব্বাছ আহমদ,নিজাম উদ্দিন,কুদ্দুছ আহমদ,সফর আহমদ, সহ নেতিৃ বৃন্দ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আখতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক শাহিদ রানা ও সহ-সাধারন সম্পাদক শাব্বির রাহমান ৷
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য একমুল হোসেন,আব্দুল্লাহ হোসেন,খাইরুল ইসলাম, মিজানুর রাহমান,সাজু আহমদ ,নাজমুল ইসলাম নাফিজ,শাহরিয়ার আহমদ,দিলদার হোসেন,সালমান,এহসান,কাবেদ,বিপ্লব,ইমরান,সাবের,জাবের,ইমরান হোসেন মাহসুদ,রেজওয়ান,সহিদ,সুহাইব,জামিল,ইমরান হোসেন চৌধুরী,তারেক,ফয়েজ,আম্বিয়া,নবীন সদস্য-নাহিদ,সিজান,সাদেক,সজিব,মাহবুব,অভিজিত সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তমিজ উদ্দিন সাহেব বক্তব্যের সময় উল্লেখ করেন যে, এরকম শিক্ষামূলক সামাজিক সংগঠন এলাকার শিক্ষার মান কে আরো গতিশীল করতে কাজ করে এবং সংগঠনের কার্যক্রম ধারাবাহিক রাখার জন্য সহযোগিতা করার আশ্বাস দেন ৷

অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ ও সকল শিক্ষার্থী সহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি আখতার হোসেন ও সাধারন সম্পাদক শাহিদ রানা।