মুশফিকুর রহমানের নেতৃত্বে গফরগাঁও উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ও আগের চেয়ে বেশি শক্তিশালি।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৪, ১২:১০ অপরাহ্ন /
মুশফিকুর রহমানের নেতৃত্বে গফরগাঁও উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ও আগের চেয়ে বেশি  শক্তিশালি।

প্রকাশিত,১৪, জুলাই,২০২৩

ময়মনসিংহ জেলা প্রতিনিধঃ

ময়মনসিংহ -১০ গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা ফজলুর রহমান সুলতান সাহেবের একমাত্র ছেলে জনাব মুশফিকুর রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দঃ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ দিন ধরে ক্ষমতার বাইরে থাকায় দীর্ঘ দিন ধরে গফরগাঁওয়ের বিএনপির সাংগঠনিক ভাবে দূর্বল হয়েপড়ে ছিলো, কিন্তু দলের ও দেশের বৃহৎস্বার্থে এবং গফরগাঁওয়ের জনগণের অধিকার আদায় ও উন্নয়নের জন্য দলের হাল ধরেন গফরগাঁওয়ের তরুণ প্রজন্মের এই নেতা।

জানা গেছে গফরগাঁও উপজেলা বিএনপির সবচেয়ে জনপ্রিয় ও কর্মীবান্দব নেতা মুশফিকুর রহমান।
একাধিক সূত্রে জানা যায় যে, দল যদি তাকে মূল্যায়ন করে আর আগামীর নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে গফরগাঁওয়ের মানুষ তাকে তাদের নেতা হিসাবে নির্বাচন করে সংসদে পাঠাবে।
আর এইজন্যই ওনি দলের সাংগঠনিক শক্তি আরও শক্তিশালি করার জন্য প্রতি সপ্তাহে তার নির্বাচনি এলাকায় আসেন এবং গফরগাঁও উপজেলা বিএনপির পার্টি অফিসে বসে দলীয় নেতা কর্মীদের খোঁজ খবর নেন।
এই বিষয়ে মুশফিকুর রহমানের কাছে জানতে চাইলে তরুণ জননেতা বলেন, আমার বাবা মরহুম জননেতা ফজলুর রহমান, সুলতান সাহেব সারাজীবন দল ও গফরগাঁওয়ের মানুষের জন্য কাজ করে গেছেন। বাবার মত আমিও সারা জীবন জনগণের পাশে আছি থাকবো। বিশ্বাস করি দল আমাকে মূল্যায়ন করে তাহলে নিশ্চিত বিজয়ী হবো ইনশাআল্লাহ।