মুরাদনগর দূর্গা রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১৫, ৪:১২ অপরাহ্ন /
মুরাদনগর দূর্গা রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ।

প্রকাশিত,১৫, আগস্ট,২০২৩

মুশফিকুর রহমান, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুরাদনগরের দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেখানো হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতার প্রামাণ্যচিত্র। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পরে বিদ্যালয় অডিটোরিয়ামে উক্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মনির হোসেন খাঁনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, চিরঞ্জিত রায়, কামরুজ্জামান, ময়নাল হোসেন, সহকারী শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, ফারুক মুন্সি, আরিফিন হক, রায়হানা আকতার, জামাল উদ্দিন, সুমন সরকার, তাহমিনা আক্তার। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলো সাবেক ছাত্র প্রিয়ন্ত মজুমদার, মুশফিকুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম।

জাতির জনকের পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিবেশনা করেন ধর্ম শিক্ষক ফজলে রাব্বি। মোনাজাত শেষে চিত্রাঙ্কন, রচনা, ৭ই মার্চের ভাষণ, কবিতা আবৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে তৈরী মাল্টিমিডিয়া প্রজেক্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয় বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত বই। যাতে করে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ফুটে উঠে সম্পূর্ণরূপে।

শোক দিবসের অনুষ্ঠান শেষে আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে সকল শিক্ষার্থীদের ভালো ফলাফল করে জাতির পিতার আদর্শে দেশের সেবায় নিয়োজিত হওয়ার জন্য দোয়া মোনাজাত করা হয়।