প্রকাশিত,৩১, জুলাই,২০২৩
সাইদুল মোল্লা, মুরাদনগর(কুমিল্লা)ঃ
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগ মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমের গতিশীলতা আনয়নে দীর্ঘদিন শূন্য থাকা আহ্বায়ক পদে যুগ্ম-আহ্বায়ক হিসেবে কর্তব্যরত আজিজুল হককে দায়িত্বভার প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হাছান ও সদস্য সচিব ইন্জিঃ মোঃ আবুল কালাম আজাদের স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আজিজুল হককে আহ্বায়ক করার খবরে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। একই সাথে প্রসংশায় ভাসছেন সকলের।
আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্ত আজিজুল হক বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা তাঁতী লীগের আহ্বায়ক ও সদস্য সচিবকে। জাতির পিতার আদর্শ বুকে লালন করে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের মাধ্যমে মুরাদনগর উপজেলা তাঁতী লীগকে আরও ঢেলে সাজানোর পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে সবার সহযোগী কামনা করছি।