মুরাদনগরে ৭ই মার্চে কলেজ কর্তৃক মাতৃভাষা দিবসের ব্যানারে পুষ্পস্তবক অর্পণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-০৭, ৭:২২ অপরাহ্ন /
মুরাদনগরে ৭ই মার্চে কলেজ কর্তৃক মাতৃভাষা দিবসের ব্যানারে পুষ্পস্তবক অর্পণ।

প্রকাশিত,০৭, মার্চ,২০২৪

মনির হোসাইন, প্রতিনিধি, মুরাদনগর, কুমিল্লাঃ

কুমিল্লার মুরাদনগরে ঐতিহাসিক ৭ই মার্চে উপজেলা পরিষদের শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানারে পুষ্পস্তবক অর্পণের বিষয় লক্ষ্য করা গেছে। উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে ওই পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দেখা যায় জাতীয় সংসদ সদস্যের পাশের পুষ্পস্তবকটি কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের। উক্ত পুষ্পস্তবকে বড় করে লেখা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ডিগ্রি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এরূপ ভুল কোনো ভাবেই মেনে নিতে পারছে শিক্ষিত মহল।

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম সরকারকে মুঠোফোনে পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, যদি এমন কিছু হয়ে থাকে তা দৃষ্টিকটু ও দুঃখজনক। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।