প্রকাশিত,০১,জানুয়ারি, ২০২৫
মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬নং ধামঘর ইউনিয়ন সেচ্চাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাইয়ুম সরকার নিখোঁজ রয়েছেন। পারিবারিক জীবনে স্ত্রী ও ৪সন্তান নিয়ে মুগসাইর গ্রামে বসবাস করতেন৷ গত সোমবার বিকাল হতে কাইয়ুম নিখোঁজ রয়েছে মর্মে মুরাদনগর থানায় বাদী হয়ে তার বড় ভাই মোঃ খাইরুল ইসলাম অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ডিসেম্বর (সোমবার) বিকাল ৪ঘটিকার সময় নহল চৌমুহনী বাজারে নিজের ভাঙারি ব্যবসার দোকান বন্ধ করে পাশে অবস্থিত মোস্তফার দোকানে চাবি দিয়ে যায় কাইয়ুম। পরিবার হতে চারিদিকে ব্যাপক খোঁজাখুঁজির পরেও কোনো হদিস মিলেনি তার। পরবর্তীতে নিরুপায় হয়ে থানায় নিখোঁজের অভিযোগ করেন।
কাইয়ুমকে গুম করা হয়েছে অভিযোগ করে তার স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনীতি করায় তার পিছনে অনেক শত্রু লেগেছিল। শত্রুতা করে তাকে কেউ গুম করেছে। তাকে ছাড়া চারটি বাচ্চা নিয়ে আমার পথে বসতে হবে। সবার কাছে মিনতি করছি আমার স্বামীর সন্ধান এনে দেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ বলেন, নিখোঁজের বিষয়টি আমরা অবগত রয়েছি। কয়েকজন এসে অভিযোগ করেছেন তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত সময়ের মধ্যে তার সন্ধান বের করতে।
মুরাদনগর,কুমিল্লা
আপনার মতামত লিখুন :