মুরাদনগরে সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে দুই হাজার লোকের বৈঠক।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১৩, ৭:৪৬ অপরাহ্ন /
মুরাদনগরে সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে দুই হাজার লোকের বৈঠক।

প্রকাশিত,১৩,জুলাই, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

সামাজিক অবক্ষয়ে প্রতিবাদে রাজা চাপিতলা গ্রামের দুই হাজার লোকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১২ জুলাই) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের কৃতি সন্তান গণপূর্ত মন্ত্রনালয় সাবেক যুগ্মসচিব মরহুম আব্দুল আজিজ বাড়ীর হেলি প্যাড মাঠে দেশ টেলিভিশন ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান এর সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান মরহুম মুকশেদুর রহমান মিয়া ছেলে সমাজ সেবক মাহবুবুর রহমান উপস্থাপনায় বক্তব্য রাখেন, চাপিতলা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও চাপিতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম ভূইয়া, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ ভূইয়া, ব্যাবসায়ী ও সমাজসেবক জহেরুল আলম জহর, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মনিরুল আলম দিপু, রাজাচাপিতলা ইউপি’র ফরিদ উদ্দিন মেম্বার, মোঃ বাহারুল ইসলাম মেম্বার, মোঃ নানু মিয়া মেম্বার, মোঃ গোলাম মোস্তফা মেম্বার, নয়ন আহম্মেদ মেম্বার, শাহাদাৎ হোসেন মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, আরিফুল ইসলাম মেম্বার,এম এ হাসিবসহ রাজাচাপিতলা, উলুমুড়িয়া, নৈইয়ের পাড়, খাপুড়া, পুষ্কুনিপাড় ও শ্রীরামপুর গ্রামের একহাজার বিশিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন। পরে সবাইকে রাতে গরু জবাই করে তেহেরী খাবারের আয়োজন করেছেন দেশ টেলিভশন ব্যাবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

বৈঠকে বক্তারা বলেন, রাজা চাপিতলা ইউনিয়ন এলাকায় মাদকাসক্ত ও চোরের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরি কান্ড সংঘটিত হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত স্থানীয় থানার দ্বারস্থ হচ্ছেন না আত্মসম্মানের ভয়ে। এলাকায় প্রতিনিয়ত কোনো জায়গায় চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। নিজেদের সর্বস্ব খোয়াচ্ছেন তারা। এলাকার নিরাপত্তা, সুরক্ষা প্রদান করার দাবী জানিয়েছেন। সংঘবদ্ধ চোরেরা এতই বেপরোয়া হয়ে উঠেছে যে, চুরির সময় কেউ দেখে ফেললে তাদের আঘাত করতে ও দ্বিধা করছে না। বসত বাড়ির মালামাল থেকে শুরু করে গরু-ছাগল,মোবাইল, টিউবওয়েল, ব্যাটারি চালিত অটোরিক্সা ও ব্যাটারি চুরি কিছুই রক্ষা পাচ্ছে না চোরের হাত থেকে। এতে রাত বা দিনের নিদ্রা হারাম হয়েছে অনেকের। পাড়ায় পাড়ায় মাদক সেবন এখন অনেকটাই স্বাভাবিক দৃশ্য। এতে নতুন প্রজন্মের ভবিষ্যত নিয়ে হুমকির মুখে পরেছেন সমাজে বসবাসরত ছাত্র, কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষকসহ খেটে খাওয়া হাজারও মানুষ।
এ নিয়ে লোকজনের মুখে মুখে চলছে নানা আলোচনা- সমালোচনা ঝড় উঠে।

উক্ত সভা সভাপতি দেশ টেলিভিশন ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান বলেন, আপনাদের কথা শুনে বুজতে পারিছ। সামাজিক মূল্যবোধ সততা, কর্তব্য নিষ্ঠা, ধৈর্য, উদারতা, শিষ্টাচার, সৌজন্যবোধ, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, নান্দনিক সৃজনশীলতা, দেশপ্রেম, কল্যাণবোধ, পারস্পরিক মমতাবোধ নৈতিক গুণাবলী লোপ পাওয়ায় নৈতিকতার অভাবই সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, এই সর্বগ্রাসী সামাজিক অবক্ষয়ের হাত থেকে বাঁচতে হলে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক সচেতনতা সৃষ্টি করা। সেই সাথে ধর্মীয় অনুশাসনের অনুশীলন,পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করাসহ সর্বক্ষেত্রে অশ্লীলতাকে শুধু বর্জনই নয় প্রতিরোধ করা আজ আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়েছে। এটা সকলেরই মনে রাখা উচিত যে, সামাজিক সমস্যা দূর করতে রাষ্ট্রের সহযোগিতার হয়তো প্রয়োজন রয়েছে।

নিজের সন্তানকে সময় দিন। তাকে বুঝতে চেষ্টা করুন। তার বন্ধুদের জানুন। তাকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দিন। আর নৈতিক শিক্ষা গ্রহণ করে একজন আদর্শবান নাগরিক ও সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই এই মরণব্যাধি অবক্ষয় থেকে জাতি, সমাজ এবং দেশকে রক্ষা করা সম্ভব হবে। এসমস্য দূর করতে প্রতিটি ওয়ার্ড একটি করে শান্তি শৃঙ্খলা কমিটি করে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।