মুরাদনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৪, ৩:৫৮ অপরাহ্ন /
মুরাদনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।

প্রকাশিত,১৪,ডিসেম্বর,২০২৩

মুরাদনগর (কুমিল্লা)ঃ

কুমিল্লার মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজিত হয়েছে আলোচনা সভা। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়টির অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরা হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশের মেধাবী সন্তান। বাংলাদেশকে মেধাশূন্য করতে তাদেরকে পাক-হানাদার বাহিনীরা হত্যা করেছিল। রায়ের বাজার বদ্ধ ভূমিতে লাশের সারিতে ভাসিয়ে দিয়েছিলো শত্রুরা। কিন্তু বাঙালি জাতির রক্তে ছিলো বিজয়ের নেশা। সকল বাঁধা অতিক্রম করে বিশ্ব দরবারে আজ মাথা তুলে দাঁড়িয়েছে প্রিয় মাতৃভূমি।