প্রকাশিত, ০৩,জুন, ২০২৪
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জনকে নগদ অর্থদন্ড ও ৫দিনের কারাদন্ড প্রদান করা হয়। গত রবিবার দিবাগত রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে মোঃ কালন(৩৫), মজিব মিয়ার ছেলে মোঃ হৃদয় হাসান(২১), রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন(৩১), কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া(৩২), মৃত মালু মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম(৫৫), মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার(৫০)।
পুলিশি তথ্যমতে, সন্ধ্যার পরে মুরাদনগর ডি.আর. স্কুলের পাশে মুচিপট্টি ব্রিজের নিচে মদ্যপ অবস্থায় মাতলামি করতে দেখা যায় ৬জন ব্যক্তিকে। ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে এসআই কামাল ও মোহাম্মদ আলমগীরের ফোর্স অভিযান পরিচালনা করে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আইনের আওতায় নিয়ে আসে।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক নির্মূল করে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত আসামীদের সোমবার বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :