প্রকাশিত,২৯, এপ্রিল,২০২৪
প্রিয়ন্ত মজুমদারঃ
সারাদেশে গ্রীষ্মের প্রখর তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে, বর্তমানে চলে গিয়েছে নগরবাসীর সহ্যসীমার বাহিরে। চলমান পরিস্থিতিতে বৃষ্টির প্রহর গুনছেন নিরুপায় জনসাধারণ।
তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বৃষ্টির জন্য দোয়া করেছেন মুরাদনগরের মুসল্লিরা। সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে খোলা আকাশের নিচে দোয়া করা হয়।
দোয়ায় অংশগ্রহণ করেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ - সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীরা। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব। ##
মুরাদনগর,কুমিল্লা।
২৯-০৪-২০২৪