প্রকাশিত,২৯,নভেম্বর
মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ
মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর বাসায় অনৈতিক কাজ করার সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে বিবস্ত্র অবস্থায় পালিয়েছে নাজিম উদ্দিন (২৮)। সে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি। গত বুধবার রাত ৮ টায় উপজেলার কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাজিম উদ্দিন ও প্রবাসীর স্ত্রী মধ্যে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। সে প্রায়ই রাতে ওই নারীর বাসায় যেতো। বিষয়টি পাশের বাসার লোক ও স্থানীয় যুবকদের নজরে পরে। অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতে প্রবাসীর বাসায় প্রবেশ করে নাজিম। তখন বিষয়টি বোঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মার পিঠের এক পর্যায়ে বিবস্ত্র হয়ে পালিয়ে যান তিনি। এ সময় বাসার সামনে তার পায়ের জুতা পরে থাকতে দেখা যায়। এই বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা গভীর রাত পর্যন্ত গিয়ে বাড়ির ভিতরে ভিড় করেন।
এবিষয়ে প্রবাসীর স্ত্রী জানায়, নাজিম উদ্দিনের সাথে বন্ধুত্ব সম্পর্ক। টাকা দিতে বাসায় আসছিল। আমরা খারাপ কিছু করিনি।
এলাকাবাসী জানায়, প্রায় সময়ই নাজিম উদ্দিনকে ওই মহিলার বাসায় যেতে দেখা যায়। তার ও মহিলার মাঝে অনৈতিক সম্পর্ক বিদ্যমান। সে বিএনপির রাজনীতি ও সাংবাদিকতা করে। তার ক্ষমতার ভয়ে কেউ কিছু বলার সাহস পায়না। বুধবার রাতে তাকে আটক করা প্রবাসীর শালীর জামাই তাকে পালাতে সহয়তা করেন।
বিষয়টি ঘিরে উপজেলার একাধিক সাংবাদিক সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা সাংবাদিক জাতির বিবেক। আমরা মানুষের কাছে সত্য তুলে ধরি। তাদের অধিকার নিয়ে কথা বলি। নাজিমের বিষয়টি খুবই হতাশার। তার মতো প্রথম সারির পত্রিকার প্রতিনিধির কাছ থেকে এধরনের কাজ আমরা আশা করিনি।
আপনার মতামত লিখুন :