মুরাদনগরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীত নিবারণের কম্বল বিতরণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২৩, ৫:৫২ অপরাহ্ন /
মুরাদনগরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীত নিবারণের কম্বল বিতরণ।

প্রকাশিত,২৩,ডিসেম্বর

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, আর এই শীতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করতে ১৬ নং ধামঘর ইউনিয়ন জামায়াতে ইসলামী মুরাদনগর শাখার উদ্যোগে গতকাল ২৩ শে ডিসেম্বর (সোমবার) কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিকালে নহল চৌমুহনীর দারুন সালাম মডেল মাদ্রাসা মাস্টার মার্কেটে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা ও গ্রামের দরিদ্র এবং অস্বচ্ছল পরিবারের মাঝে শীত নিবারণের উদ্দেশ্যে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সেক্রেটারি মাও. আমির হোসাইন, ধামঘর ইউনিয়ন আমীর মাও. আব্দুল আউয়াল খন্দকার, সেক্রেটারি আবুল হোসেন মাস্টার, সাবেক ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক মাস্টার, মাও. খলিলুর রহমান, রাবেয়া বেগম, পারুল বেগম, শুরা ও কর্ম পরিষদের সদস্য মাও. হাবিবুর রহমান হেলালী, মাও. মিজানুর রহমান, মাও. আবুল কালাম আজাদ।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বলেন, এই শীতকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা আশা করি এই ছোট্ট সহায়তা তাদের শীত নিবারণে কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে ২২টি ইউনিয়নের বাকী সবগুলোতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ সমাজে একতা এবং মানবিক মূল্যবোধকে সুসংহত করে।

কম্বল বিতরণের পর এলাকাবাসী জামায়াতে ইসলামী কর্তৃপক্ষকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে এই ধরনের কর্মসূচির ধারাবাহিকতা কামনা করেন।