মুরাদনগরে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৬-২৩, ১১:৩৩ অপরাহ্ন /
মুরাদনগরে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ।

প্রকাশিত,২৩, জুন,২০২৩

মুরাদনগর(কুমিল্লা)ঃ

কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে গতকাল আয়োজিত হয়েছে একটি জমকালো অনুষ্ঠান। নবীন বরণের সমাপ্তিতে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়েছে পুরস্কার।

অনুষ্ঠানের শুরুতে, প্রধান অতিথিকে গার্ড অব অনারে বরণ করে নেয় একাদশ শ্রেণির চারজন চৌকস শিক্ষার্থী ও রোভার সদস্যরা। দ্বাদশ শ্রেণির পক্ষে সাকিয়া জমজম মীম মানপত্র পাঠের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। পরবর্তীতে, আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলা প্রভাষক ড. মনিরুজ্জামানের উপস্থাপনায় ও ইউএনও আলাউদ্দিন ভূঁঞা জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

নবীন বরণের সমাপ্তিতে, আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের তিন সদস্য ফাইমা নিশি, সাদিয়া ইসলাম শেফা ও প্রিয়ন্ত মজুমদারকে পুরস্কার প্রদানের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পুরস্কার বিতরণের শুভ সূচনা করেন সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন। পর্যায়ক্রমে অন্যান্য ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও সহ অন্যান্য শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইউসুফ আবদুল্লাহ হরুন বলেন, আমরা শিক্ষিত দেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী। প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে মুরাদনগরের মানুষ কোনো অংশে পিছিয়ে নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে নতুন দৃষ্টিনন্দন ভবন। শিক্ষার্থীদেরকেও নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে দেশকে এগিয়ে নিতে হলে। আজকের নবীনরাই আগামীর কান্ডারী হবে, তাদের হতে হবে স্মাট ও সুশিক্ষায় শিক্ষিত।